ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসিল্যান্ড করোনা আক্রান্ত, সুবর্ণচর উপজেলা পরিষদ লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসিল্যান্ড করোনা আক্রান্ত, সুবর্ণচর উপজেলা পরিষদ লকডাউন

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল হাসান উপজেলা পরিষদ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ও তার ছেলে করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে আসা রিপোর্টে এ তথ্য নিশ্চিত হওয়ার পর জনস্বার্থে উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad