bangla news

মানিকছড়িতে দুর্ঘটনার কবলে আনসার ব্যাটালিয়নের পিকআপ, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৭:৩৪:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে আনসার ব্যাটালিয়নের একটি পিকআপ উল্টে ৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে মানিকছড়ির তিনটহরী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ২৫ আনসার ব্যাটালিয়ন সদর তিনটহরী থেকে আনসারের একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ঠ-১৩-০৮৮৭) করে লক্ষ্মীছড়িতে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৬ জন আনসার সদস্য ও একজন পথচারী আহত হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

আহতরা হলেন হাবিলদার সমীর পাল, মো. বাবুল মিয়া, আনসার সদস্য মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কাউসার, মো. মেহেদী হাসান, মো. জাহিদুল ইসলাম ও স্থানীয় পথচারী মো. জাহাঙ্গীর আলম।

২৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক শাওন আসাদ ঘটনার পরপর তাদের খোঁজখবর নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এডি/এইচএডি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 19:34:52