ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে ত্রাণের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ১৭, ২০২০
রূপগঞ্জে ত্রাণের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাণের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে মজিবুর ওরফে কালা মজিবুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১৭ জুন) ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার বরাব রসূলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

   

ওই গৃহবধূ জানান, কয়েকদিন ধরে স্থানীয় মজিবুর ওরফে কালা মজিবুর গৃহবধূকে ত্রাণের কার্ড করে দেবে বলে জানায়। গত ১৫ জুন রাতে কল দিয়ে তাকে ত্রাণের কার্ড নিতে মজিবুরের বাড়িতে যেতে বলেন। পরে সে ত্রাণের কার্ড আনতে গেলে মজিবুর তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ