bangla news

করোনা আক্রান্ত এমপি মোকাব্বির সুস্থ আছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৬:৫৭:৩১ পিএম
মোকাব্বির খান, ফাইল ফটো

মোকাব্বির খান, ফাইল ফটো

ঢাকা: করোনা ভাইরাস আক্রান্ত সিলেট-২ আসন থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খানের শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে গণফোরাম।

দলের পক্ষ থেকে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ বুধবার (১৭ জুন) বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান এমপির স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় অনেকটা উন্নতির দিকে। গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোশতাক আহেমদ বুধবার সিএমএইচে মোকাব্বির খানের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়েছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তারা দেশবাসীর কাছে মোকাব্বির খানের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে সোমবার (১৫ জুন) হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন মোকাব্বির খান। পরে ওইদিনই বিকেল ৩টার দিকে চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়। এরপর মঙ্গলবার (১৬ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এমএইচ/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 18:57:31