ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের করোনা আক্রান্তদের সহযোগিতায় টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২০
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের করোনা আক্রান্তদের সহযোগিতায় টিম

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের করোনা আক্রান্ত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দেওয়ার লক্ষ্যে একজন উপসচিবকে প্রধান করে পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। 

বুধবার (১৭ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এ কুইক রেসপন্স টিমের কার্যপরিধি প্রসঙ্গে বলা হয়েছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে এই টিম তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য সব বিষয়ে সার্বিক সহযোগিতা করবে।

প্রত্যেক সপ্তাহে আক্রান্তদের তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদনও দাখিল করবে এ টিম। এছাড়া তারা এ সংক্রান্ত যে কোনো ধরনের দায়িত্ব সম্পাদন করবে। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন নিশ্চিতে পাঁচ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিমের একটি বিকল্প টিমও গঠন করা হয়েছে।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রীর উদ্যোগে দুই ধাপে মন্ত্রণালয়ের পঞ্চাশ কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্তকরণ পরীক্ষা  করা হয়। এ কার্যক্রম চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২০
জিসিজি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।