bangla news

যশোরে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৬:৪৫:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যশোর:  যশোরের ঝিকরগাছায় মাস্ক পরিধান না করায় ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব থাকা ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঝিকরগাছার বিভিন্ন হাট বাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধির যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ছয় ব্যক্তিকে মোট সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট ওবাইদুর রহমান, ঝিকরগাছা থানার এসআই আল-আমিন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০২০
ইউজি/এইচএডি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 18:45:21