ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশীয় সিগারেট কোম্পানির শ্রমিকদের রক্ষার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
দেশীয় সিগারেট কোম্পানির শ্রমিকদের রক্ষার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজ

শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখার দাবিতে কুড়িগ্রামে মানবন্ধন করেছে দেশীয় সিগারেট কোম্পানির শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমহোনী বাজারে এই মানববন্ধনে অংশ নেন দেশীয় বিভিন্ন সিগারেট কোম্পানির শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিড়ি-সিগারেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

তারা বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানির জন্য কোন সুরক্ষা দেয়া হয়নি। এতে আমরা কোনভাবেই লাভবান হবো না। বরং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবো।

বক্তারা বলেন, ২০১৭-১৮ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর দেশীয় বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, ২০১৮-১৯ অর্থবাজেটে শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো সংরক্ষিত রাখার জন্য সংসদে অনুমোদন পাওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি।

এমতাবস্থায় তামাক শিল্পকে বাঁচাতে সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রির্জাভের দাবি জানান তারা।

তারা বলেন, বিদেশী ব্র্যান্ডের তামাকজাত পণ্যের দাম কম বাড়িয়ে দেশী পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরা। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে পথে বসতে হবে তাদের।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।