ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন ডা. জাফরুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ১৭, ২০২০
কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন ডা. জাফরুল্লাহ হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার স্থিতিশীল রয়েছে। তার শরীরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব আগের দিনের মতোই রয়েছে। তবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন তিনি।

বুধবার (১৭ জুন) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিভায়েড ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট শিরোনামে এ তথ্য জানানো হয়।

এতে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। তার নিউমোনিয়ার অবনতি হয়নি। তার গলা ব্যথার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে ওনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজ ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।