ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: না'গঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৪, মৃত্যু ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ১৭, ২০২০
করোনা: না'গঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৪, মৃত্যু ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এ সময়ের মধ্যে জেলায় দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন তিনি।

বুধবার (১৭ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়নি।

তবে জেলায় ১০৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৪২৯০ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪২৯০ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৯৯ জনের আর সুস্থ হয়েছেন ১৮৬৮ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।