ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় করোনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০২০
নওগাঁয় করোনায় শিশুর মৃত্যু

নওগাঁ: নওগাঁর পোরশায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেড় মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিনগত রাতে শিশুটি মারা যায়। 

পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, জন্মের বেশ কিছুদিন পরে শিশুটির নিউমনিয়ার উপসর্গ দেখা দিলে তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ১৪ জুন (রোববার) নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানে শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার ফলাফলে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

পরে শিশুসহ তার পরিবারকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয় এবং তার পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের ফলাফল এখনও আসেনি। এ অবস্থায় মঙ্গলবার রাতে শিশুটি মারা যায়। তবে কীভাবে শিশুটি করোনায় আক্রান্ত হলো তা এখনো জানা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।