ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে স্কুলের জমি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
ঝালকাঠিতে স্কুলের জমি রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষাসহ বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুন) সকালে ওই বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহজাহান মোল্লা, সুমন সিকদার, জাকারিয় সুমন, রাজিব ফরাজীসহ অনেকে বক্তব্য রাখেন।  

বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয় প্রশাসন ও ম্যানেজিং কমিটির সদস্যদের যোগসাজশে একটি চক্র শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু জমি দখল করেছে এবং নতুন করে আরও কিছু জমি দখলের পাঁয়তারা করছে। অবিলম্বে দখলকৃত জমি উদ্ধারের দাবি জানান শিক্ষার্থীরা।  

আগামী এক মাসের মধ্যে দখলকৃত জমি উদ্ধার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।  

মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।