ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শা উপজেলার ৬ এলাকায় লকডাউন ঘোষণা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
শার্শা উপজেলার ৬ এলাকায় লকডাউন ঘোষণা

বেনাপোল (যশোর): করোনা ভাইরাস সংক্রমণ রোধে শার্শা উপজেলার ৬টি এলাকা সরকারি নির্দেশনা অনুযায়ী রেড জোনের আওতায় এনে লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে মাইকিং করে উপজেলার শার্শা সদর, নাভারণ সদরের কাজিরবেড়, নাভারন রেলবাজার, উত্তর ও দক্ষিণ বুরুজবাগান এবং বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজগ্রাম ও দূর্গাপুর গ্রামকে রেড জোনের আওতায় এনে লকডাউন ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস দেশে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে।

এজন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ভাগে বিভক্ত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল। এছাড়া উপজেলার ৬টি এলাকায় করোনা সংক্রমণ বেশি হওয়ায় সে সব এলাকা রেড জোনের আওতায় এনে লকডাউন ঘোষণা করা হচ্ছে।

এসময় রেড জোন এলাকাগুলোতে উপস্থিত থেকে বাঁশের বেরিকেড দিয়ে লকডাউন ব্যানার টাঙিয়ে এর কার্যক্রম বাস্তবায়ন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, পুলিশ ও স্থানীয় জন প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।