ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

নরসিংদী: করোনা উপসর্গ নিয়ে নরসিংদীতে সুনীল সাহা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত শ্যামল সাহা নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা। তিনি পাকিজা মিলে শ্রমিকের হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

আরএমও ডা. মিজানুর রহমান জানান, শ্যামল সাহা প্রায় ১০ থেকে ১৫ দিন যাবত জ্বর, সর্দিতে ভুগছিলেন। বাড়িতে চিকিৎসা নেওয়ার পরও ভালো না হওয়ায় এবং করোনা উপসর্গ থাকায় পরিবারের লোকজন সোমবার (১৫ জুন) তাকে নরসিংদী হাসপাতালে ভর্তি করেন। সেসময় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করে তার সৎকার করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ