ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ১৬, ২০২০
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে পরান পোদ্দার (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দিনগত রাতে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়।  

পরান পোদ্দার মাদারীপুর পৌরসভার কুলপদ্দি এলাকার বাসিন্দা।

তিনি দীর্ঘদিন কুলপদ্দি বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।  

মাদারীপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)  ডা. অখিল সরকার বাংলানিউজকে জানান, ৫/৬ দিন ধরে পরান পোদ্দার জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন। সোমবার রাত ১০টার দিকে তিনি হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসা কার্যক্রম শুরু করা অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হয়।  

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩৫৩ জন।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।