ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল আখতার রানা (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দু’জন রাজমিস্ত্রি।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার বারঘরিয়া নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত বাবুল ওই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।

তিনি চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন এবং বারঘরিয়ায় শ্বশুর বাড়িতে থাকতেন।  

আহতরা হলেন- ইউসুফ ও হাকিম। তবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, বারঘরিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সাটারিংয়ের কাজ করার সময় লোহার রড বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল এর আগে ভোলাহাট উপজেলায় আনসার ভিডিপি’র সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে সেই চাকরি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ লাক্ষা গবেষণা কেন্দ্রের নিরাপত্তা প্রহরী  হিসেবে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad