ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজেরা সুরক্ষিত মানে পরিবার ঝুঁকিমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২০
নিজেরা সুরক্ষিত মানে পরিবার ঝুঁকিমুক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতাল) করোনা শনাক্তে নমুনা দিতে আসা রোগীদের উদ্দেশে সিটি করপোরেশন কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, তাহলে আপনার পরিবারের সদস্যরা ঝুঁকিমুক্ত থাকবেন।

‘অহেতুক বাইরে ঘুরাফেরা না করে নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে অবস্থান করুন। করোনা ভাইরাসমুক্ত করতে সরকারের বিভিন্ন নিদের্শনা মেনে চলুন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে করোনা ল্যাবের স্বাস্থ্যকর্মী ও নমুনা দিতে আসা রোগীদের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব কাজী সিয়াম, নবী হোসেন, আক্তার, দোলন, তান্না, রুবেল, জুলহাস, ফারুক আহমেদ রিপন, জামালসহ স্বেচ্ছাসেবী সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।