ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ১৫, ২০২০
পাবনায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু 

পাবনা: করোনা উপসর্গ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন উৎপল সরকার (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এনিয়ে পাবনায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হলো।

সোমবার (১৫ জুন) দুপুরে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

উৎপল সরকার পাবনা পৌরসভা এলাকার শালগাড়িয়া মহল্লার বাসিন্দা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পাবনা জোনাল শাখায় সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) হিসেবে কর্মরত ছিলেন।

সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যাংক কর্মকর্তা। রোববার রাতে তার মৃত্যু হয়। তবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি-না তা তার নমুনা পরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত হওয়া যাবে।

চিকিৎসক ডা. সালেহ মুহাম্মাদ আলী জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার (১৪ জুন) রাতে পাবনা হাসপাতালে ভর্তি হন উৎপল সরকার। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।  তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।  

জেলায় এ পর্যন্ত ২ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২০১ জন এবং সুস্থ হয়েছেন ১২ জন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ