ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৬০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০২০
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৬০ হাজার টাকা জরিমানা

নাটোর: নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে লিটন হোসেন নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি এ জরিমানা করেন। লিটন পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের লতিফ মালিথার ছেলে।

 

ইউএনও উম্মুল বানীন দ্যুতি বাংলানিউজকে জানান, লালপুর উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের দিয়াড় বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। এসময়  অবৈধভাবে বালু উত্তোলনকালে হাতে নাতে লিটনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে লিটন অপরাধ স্বীকার করলে তাকে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একই সঙ্গে লিটনের কাছ থেকে আর কখনো অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেখা নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১৪, ২০২০
কেএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।