ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০২০
বাগেরহাটে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

শনিবার (১৪ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে, মিন্টু স্টোর, সাগর স্টোর, দুলাল স্টোর, লাল স্টোর, মাহবুব পার্টস, নান্না গ্যারেজ, আজিজ ডিপো।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক লাল মিয়া বলেন, রাতে হঠাৎ অগ্নিকাণ্ডে আমার চায়ের দোকানসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে আমাদের ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের দুটি ইউনিট কাজ করেছে আগুন নেভাতে। এ ঘটনায় ৭ দোকানির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দোকানের ভেতরে থাকা প্রায় আট লাখ টাকার মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়েছি।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।