ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ১৪, ২০২০
দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আনারুল ইসলাম হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে বিক্রির জন্য আলমসাধুতে করে বাজারে যাচ্ছিলেন আনারুল। পথে গ্রামের মোড়ে পৌঁছালে আলমসাধুর পেছনের চাকা খুলে যায়। এতে আলমসাধু থেকে মাছের ড্রামসহ ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন আনারুল। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, জুন ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।