ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুকসুদপুরে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০২০
মুকসুদপুরে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

গোপালগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জ‌লিরপাড় বা‌নিয়ার চর গ্রামে রিপন বৈদ্য ওরফে নিপু (৪২) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ঢাকার কু‌র্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রিপন বা‌নিয়ার চর ক্যাথ‌লিক মিশনের চি‌কিৎসা কেন্দ্রের ল্যাব টেক‌নি‌শিয়ান হিসাবে কর্মরত ছিলেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে জানান, জ্বরসহ সর্দি-কাশি দেখা দেওয়ায় কয়েকদিন আগে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন রিপন। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।