শুক্রবার (১২ জুন) দিনগত রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।
এর আগে বিকেলে উপজেলার সরারচর ইউনিয়নের দুর্গাবাড়ী গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন শেখর লাল সাহা। করোনা উপসর্গ থাকায় খবর পেয়ে বুধবার (১০ জুন) তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তিনি মারা যান।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, শেখর লাল সাহার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফলাফল পাওয়ার পর তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এসআরএস