ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে করোনা উপসর্গ নিয়ে ফার্মেসি মালিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুন ১২, ২০২০
বাজিতপুরে করোনা উপসর্গ নিয়ে ফার্মেসি মালিকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক ফার্মেসি (৬০) মালিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) দিনগত রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।  

এর আগে বিকেলে উপজেলার সরারচর ইউনিয়নের দুর্গাবাড়ি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

শেখর লাল সাহা উপজেলার সরারচর বাজারের পূজা ফার্মেসির মালিক।  

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে শেখর লাল সাহা প্রচণ্ড জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনা উপসর্গ থাকায় খবর পেয়ে বুধবার (১০ জুন) তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শারীরিক অবস্থার অবনতি হয়ে শুক্রবার (১২ জুন) বিকেল ৩টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, শেখর লাল সাহা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা রিপোর্ট পাওয়ার পর তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।