ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় নৌকা ডুবে জেলে নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ১২, ২০২০
বাল্কহেডের ধাক্কায় পদ্মায় নৌকা ডুবে জেলে নিখোঁজ 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে মালেক বেপারি (৬৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের বাসিন্দা।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর এ খবর নিশ্চিত করে জানান, লিটন গাজী (৪৫) ও মালেক বেপারি নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। একপর্যায়ে বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। লিটন গাজী সাঁতরে তীরে উঠতে পারলেও মালেক নিখোঁজ হন।  

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পৌনে ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারে চেপে খুঁজতে শুরু করি। এসময় নিখোঁজের স্বজনরা সঙ্গে ছিলো। তীব্র স্রোতের কারণে পানিতে ডুবুরি নামানো সম্ভব হয়নি। তাছাড়া স্রোত বেশি থাকলে অল্প সময়েই নিখোঁজ ব্যক্তি ৩/৪ কিলোমিটার দূরে চলে যাবে। তাই, অনুমান করে এতবড় নদীতে খোঁজা সম্ভব না। আমরা দুপুরের পর খোঁজ করা স্থগিত করে চলে এসেছি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।