ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জীবননগরে গাছের ডালচাপায় একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ১২, ২০২০
জীবননগরে গাছের ডালচাপায় একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডালচাপায় ফারুক হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক একই গ্রামের মাঝপাড়ার আবুল হোসেনের ছেলে।

 

মৃতের ছোটভাই হজরত আলী বাংলানিউজকে জানান, সকালে ফারুক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি কাঠের জন্য শুকনা ডাল কাটতে গাছে উঠে। এসময় ঝড়ে ভেঙে ঝুলে থাকা অন্য একটি বড় ডাল তার ওপরে পড়ে। এতে তিনি গাছের উপরেই চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে ফারুককে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।