ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্রাইয়ে ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
আত্রাইয়ে ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে আত্রাই রেলস্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আত্রাই রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আত্রাই অতিক্রম করছিলো। এসময় রেললাইনের পাশে বালুভর্তি একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে ইঞ্জিনের ধাক্কা লাগে।

এতে বগির সঙ্গে সংযুক্ত ইঞ্জিনের হুজপাইপ খুলে গেলে ইঞ্জিন লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ঈশ্বরদী থেকে নতুন একটা ইঞ্জিন আনা হচ্ছে। আনুমানিক রাত ৮ থেকে ৯টার মধ্য এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।