ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ১০, ২০২০
সুনামগঞ্জে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার, গোবিন্দগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে মাস্ক পরিধান না করায় ১১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) সকালে উপজেলার বাজারগুলোতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

 

তিনি জানান, স্বাস্থ্যবিধির যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১১টি মামলায় মোট ৮৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জনস্বার্থে জরুরি প্রয়োজনে বাজারে আসা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করে এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুন ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad