ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে আরও ১০ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জুন ১০, ২০২০
কিশোরগঞ্জে আরও ১০ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭১২ .

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ পজিটিভ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জন।  

মঙ্গলবার (০৯ জুন) দিনগত রাত পৌনে ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (০৫ জুন) ও রোববার (০৭ জুন) সংগৃহীত নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো ৯৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে।

এর মধ্যে নতুন ১০ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ৮৩ জনের নেগেটিভ এসেছে।

আক্রান্তদের ১০ জনের মধ্যে তাড়াইল উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ২ জন ও হোসেনপুর উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭১২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।  

এছাড়া মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৫ জনসহ ২৪৫ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং জেলায় মোট ১৬ জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন।  

বর্তমানে জেলার ৪৫১ জন ও অন্য জেলা হতে আগত ২ জনসহ মোট ৪৫৩ জন করোনা পজিটিভ রোগী ও ৪ জন রোগী নেগেটিভ সন্দেহে আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি জেলায় ১২৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘন্টা, জুন ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।