ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উখিয়ায় করোনায় আরও দুই রোহিঙ্গার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ৯, ২০২০
উখিয়ায় করোনায় আরও দুই রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজন রোহিঙ্গার মৃত্যু হলো।

এদিকে কক্সবাজারে নতুন করে আরও পাঁচজন রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এরাসহ এ পর্যন্ত ৩৫ জন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, সোমবার (৮ জুন) এ দুই রোহিঙ্গার মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। একজন উখিয়ার ১০ নম্বর অপরজন ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। একজনের বয়স ৭০ অন্যজন ৫৮ বছর বয়সী।

এর আগে গত ৩০ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটি ছিল এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোহিঙ্গার প্রথম মৃত্যু।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।