ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে টিভি চ্যানেলের ক্যামেরা পারসন করোনা পজিটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুন ৯, ২০২০
রাজশাহীতে টিভি চ্যানেলের ক্যামেরা পারসন করোনা পজিটিভ

রাজশাহী: এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরোর ক্যামেরা পারসন আবু সাঈদ (৩৫) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) সকালে আবু সাঈদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৮ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে বলে জানান তিনি।

 

আবু সাঈদ জানান, বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর কাটাখালি থানার কিসমত কুখণ্ডি এলাকায় নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। গত কয়েকদিন ধরে তার শরীরে জ্বর ছিল। বর্তমানে জ্বর নেই, তবে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বলতা বোধ করছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আবু সাঈদ।

এসএ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গণি সেলিম জানান, গত কয়েকদিন ধরেই আবু সাঈদ অসুস্থতায় ভুগছিলেন। তাই সোমবার সকালে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।  

সেলিম আরও জানান, সম্প্রতি পেশাগত কাজের জন্য তিনি এবং আবু সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি। বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সঙ্গেই কাজ করার চেষ্টা করেছেন তারা। তারপরও কোনোভাবে আবু সাঈদ করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ০৯ জুন, ২০২০
এসএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।