ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ৯, ২০২০
ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

ভোলা: ভোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সফিকুল ইসলাম (৪০) নামে এক দস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও ৪টি রাম দা উদ্ধার করেছে। মঙ্গলবার (৯ জুন) সদরের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। 

সফিকুল পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মান্নাফ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর রাতে ইলিশা পুলিশ ফাঁড়ির একটি দল টহল দিচ্ছিল। এ সময় দস্যুদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও ইলিশা ফাঁড়ির পুলিশের একটি দল সেখানে যায়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। আত্মরক্ষার্থে  পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা ট্রলারে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সফিকুলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।