ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ৮, ২০২০
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সানিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সানিয়া কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

 

সানিয়া বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় নানা পারু মিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিলো। সে স্থানীয় কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।  

স্থানীয় কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহমদ পিন্টু জমাদার বাংলানিউজকে জানান, সানিয়া ও তার খালাতো বোন সাদিয়া বাড়ির পাশে বৃষ্টির সময় আম কুঁড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনেই আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সানিয়াকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ