ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে ছয় কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ৮, ২০২০
মুন্সিগঞ্জে ছয় কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ছয় কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা। 

রোববার (৮ জুন) গভীর রাত থেকে দুর্গাবাড়ি ও গোসাইবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সোমবার (৮ জুন) বিকেল ৩টায় জব্দকৃত কারেন্ট জাল মিরকাদিম পৌরসভার নৌ-পুলিশ লাইন্সে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ কর্মকর্তা কবির হোসেন খান জানান, সদরের দুইটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫১৬ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। এতে ছয় কোটি ২০ লাখ মিটার অবৈধ জাল ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এসময় উপস্থিত ছিলেন- নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।