ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সখীপুর প্রেসক্লাব লকডাউন ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ৭, ২০২০
সখীপুর প্রেসক্লাব লকডাউন ঘোষণা

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতির স্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাই ভাইরাস সংক্রমণ এড়াতে সখীপুর প্রেসক্লাবকে আগামী ১৫ দিনের জন্য লকডাউন করা হয়েছে। 

রোববার (৭ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউনের কথা জানান প্রেসক্লাবটির সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক 

এর আগে সকালে ওই সাংবাদিকের স্ত্রীর করোনা পজিটিভ আসে।  

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে ওই সাংবাদিকের স্ত্রী জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই সাংবাদিক, তার সন্তান ও স্ত্রীর নমুনা দিয়ে আসেন। পরে সকালে আসা ফলাফলে ওই সাংবাদিক ও তার সন্তান ছাড়া স্ত্রীর করোনা পজিটিভ আসে।  

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বাংলানিউজকে জানান, করোনা আক্রান্ত সাংবাদিকের বাসা ও প্রেসক্লাবসহ যে সব বাসাবাড়িতে তাদের বিচরণ ছিল, প্রতিটি স্থান লকডাউনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ