ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ৭, ২০২০
খুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এই নিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

মৃত দুই নারী হলেন-নড়াইল জেলার হাটবাড়িয়ার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫)।

রোববার (৭ জুন) সকাল ৭টায় কামরুন্নাহার ও সকাল ১১টায় রোকেয়ার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান দুই জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত নারীদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।