ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন করে লকডাউনের অর্ডার এখনো আসেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ৭, ২০২০
নতুন করে লকডাউনের অর্ডার এখনো আসেনি ছবি প্রতীকী

ঢাকা: দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ। নতুন করে এ বিষয়ে এখনো লিখিত কোনো নির্দেশনা আসেনি। তবে কাজ চলছে।

রোবরার (৭ জুন) দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোররুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে।

সেটা আগের অর্ডার ছিল। রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করেতে কাজ চলছে। কাজ শেষ হলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরো জানান, বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যটা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল।

পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো ভুল তথ্য ছড়ানো ঠিক হয়নি বলে যোগ করেন ওই চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ০৭, ২০২০
পিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।