bangla news

ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের হোতাসহ আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৭ ১২:৩৫:৪৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা: কোটি টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং ও ডেবিট-ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ৯ হোতাসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০৬ জুন) দিনগত রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, র‌্যাব-৮ ও র‌্যাব-২ এর যৌথ অভিযানে জালিয়াত চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। 

রোববার (৭ জুন) দুপুর ২ টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। 

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০২০
পিএম/এমকেআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-07 12:35:44