bangla news

ফেনীতে আরও ১৬ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৭ ১১:৫৩:৪২ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ফেনী: ফেনীতে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। রোববার (৭ জুন) সকালে জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দাগনভূঞায় আটজন, সোনাগাজীতে সাতজন ও পরশুরামে একজন রয়েছেন। 

সাজ্জাদ হোসেন বলেন, জেলায় এখন পর্যন্ত ২৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৭ জন। মারা গেছেন পাঁচজন।

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার (৬ জুন) পর্যন্ত জেলায় দুই হাজার ৩৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্য থেকে থেকে এক হাজার ৯৩৫ জনের প্রতিবেদন আসে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ ল্যাবে এ নমুনাগুলো পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এসএইচডি/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   ফেনী করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-07 11:53:42