ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ৭, ২০২০
টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের সহযোগী শরীফ (২৬) নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক, সাত রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দিনগত রাতে উপজেলার হ্নীলা শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা ডাকাত শরীফ টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সালামের ছেলে।

এদিকে পুলিশের দাবি, এ ঘটনায় সদস্য এএসআই আজিজ ও আমির হোসেন নামে পুলিমের দুই সদস্য আহত হয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত জড়ো হয়েছেন, এমন গোপন খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রোহিঙ্গা ডাকাতের পিছু হটে।

ওসি জানান, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ডাকাতের মরদেহ, দু’টি দেশীয় তৈরি বন্দুক, সাত রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের দুই সদস্য এএসআই আজিজ ও আমির হোসেন আহত হন।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি প্রদীপ।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।