ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ৬, ২০২০
গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন সংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের নাম মাইনুল ইসলাম (৫৩)।

তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব বিলাসপুর এলাকার মৃত বিশ্ব প্রমাণিকের ছেলে। তিনি টাইলস মিস্ত্রি ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সরকারি উপ পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন জানান, সন্ধ্যায় জয়দেবপুর বাজারে যাচ্ছিল মাইনুল ইসলাম। পায়ে হেঁটে রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাইনুল ইসলাম মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ৬, ২০২০
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।