ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

আহছানিয়া মিশন ঘেরাও করবেন আলোকিত বাংলাদেশের সাংবাদিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুন ৬, ২০২০
আহছানিয়া মিশন ঘেরাও করবেন আলোকিত বাংলাদেশের সাংবাদিকরা

ঢাকা: দৈনিক আলোকিত বাংলাদেশের সংবাদকর্মীদের করোনা ভাইরাস মহামারি দুর্যোগে আবারও রাস্তায় নামতে বাধ্য করছেন মালিক-সম্পাদক। কর্মীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অনৈতিকভাবে চাকরিচ্যুত ছয় সাংবাদিক-কর্মচারীকে পুনর্বহালের দাবিসহ আট দফা দাবিতে রোববার (৭ জুন) সকাল ১১টায় ঢাকা আহছানিয়া মিশন ঘেরাও করবেন পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক-কর্মচারীরা। 

এর আগে গত বুধবার (৩ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিইউজে) নসরুল হামিদ মিলনায়তনে আলোকিত বাংলাদেশের সাংবাদিক-কর্মচারী সমন্বয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।  

বৈঠকে উপস্থিত ছিলেন ডিইউজের যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, বিএফিউজের নির্বাহী কমিটির সদস্য শেখ মামুনুর রশীদ, ডিইউজের কার্যনির্বাহী কমিটির সদস্য রাজু হামিদ, আলোকিত বাংলাদেশের ইউনিট চিফ মতলু মল্লিক,  ডেপুটি ইউনিট চিফ শফিক বাশার, মফস্বল সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার রিয়াজ উদ্দিন, ডেপুটি শিফট ইনচার্জ রেফায়েত হোসাইন, সিনিয়র রিপোর্টার মিজান রহমান,  শফিক কলিম, আমিরুল ইসলাম, সহ-সম্পাদক শাহানা খানম, সালমা আফরোজ, মৌসুমী সাহা, ফেরদৌস, আইটি আসিফ ফয়সাল, সম্পাদনা সহকারী ওবায়েদ, আলী হোসেন, গ্রাফিক্স ডিজাইনার মিজানুর রহমান মিলন, চন্দন, সোলাইমানসহ আলোকিত বাংলাদেশের প্রায় অর্ধশত সাংবাদিক কর্মচারী।

  

শনিবার (৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি খন্দকার মাহবুব উল হক এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ০৭, ২০২০
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।