ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় আক্তান্ত হয়ে হোসেনপুরের দুজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ৬, ২০২০
করোনায় আক্তান্ত হয়ে হোসেনপুরের দুজনের মৃত্যু

কিশোরগঞ্জ: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দুই জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন) বিকেলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সকালে ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন (৭৬) ও একই সময়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় অপর এক জনের (৬০) মৃত্যু হয়।

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, নিহত দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে তারা মারা যান। বিকেলে সরকারের করোনা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গ্রামের বাড়িতে তাদের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, জুন ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।