ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় করোনা হাসপাতালে রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ৬, ২০২০
খুলনায় করোনা হাসপাতালে রোগীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ জুন) বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। আলী মিয়া নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে ।

তিনি পেশায় একজন ইমাম ছিলেন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তির ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল। তিনি গত ২৫ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত পাঁচ দিন আগে একবার তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে ফুসফুসে মারাত্মক সমস্যা থাকায় তাকে ছাড়া হয়নি। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ এখনো হাসপাতালে আছে। নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।