ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবালয়ে ড্রেজার মেশিন ধ্বংস, একজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ৬, ২০২০
শিবালয়ে ড্রেজার মেশিন ধ্বংস, একজনকে জরিমানা

মানিকগঞ্জ: অবৈধভাবে অারিচার যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস ও মহাদেবপুরে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে এক জনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) বিকেল সোয়া ৫টার দিকে ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।  

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন-উপজেলার মহাদেবপুর এলাকার আব্দুস সালামের ছেলে মুহাম্মদ সোলায়মান হোসেন।

জাকির হোসেন বলেন, শিবালয়ের আরিচা থেকে জাফরগঞ্জ পর্যন্ত চারটি অবৈধ ড্রেজার এবং ২ হাজার মিটার পাইপ ধবংস করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে মহাদেবপুরে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বাংদেশ সময়: ১৮০৩ ঘন্টা, জুন ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।