ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে মাস্ক ব্যবহার না করায় ৫১ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ৬, ২০২০
নাটোরে মাস্ক ব্যবহার না করায় ৫১ জনকে জরিমানা

নাটোর: মাস্ক ব্যবহার না করায় নাটোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫১ জনকে
৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০টি মামলা দায়ের করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

ইউএনও জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, করোনা প্রতিরোধে সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারে সরকারি নির্দেশনা রয়েছে।

কিন্তু এ নির্দেশনা মানছেন না অনেকেই। তাই মাস্ক ব্যবহারে জনসাধারণকে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যারা মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার অভিযান চালিয়ে ৪০টি মামলা দায়ের করা হয় এবং মোট ৫১ জনকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ জরিমানা আদায় ও মামলার উদ্দেশ্য মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা। তাই এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad