ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুল শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ৬, ২০২০
মানিকগঞ্জে বজ্রপাতে স্কুল শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে বজ্রপাতে মো. জাহাঙ্গীর আলম নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মাসহ চার জন।

শনিবার (৬ জুন) দুপুরে বাড়ির পাশে ধান মাড়াইকালে হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।  

মো. জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার জসিম উদ্দিনের ছেলে।

তিনি মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খোলায়  ধান মাড়াই করছিলেন জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ থেকে আসা দুই দিনমজুর। সেখানে আরও উপস্থিত ছিলেন তার মা রিজিয়া বেগম ও ফুফু আয়েশা বেগম। হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত হলে গুরুতর আহত হন জাহাঙ্গীরসহ অন্যরা। আহত জাহাঙ্গীর ও আয়েশা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. বদরুল আলম বাংলানিউজকে বলেন, বজ্রপাতে আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত আয়েশা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘন্টা, জুন ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।