ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কয়রায় খাবার পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ৬, ২০২০
কয়রায় খাবার পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

খুলনা: ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

শনিবার (০৬ জুন) দুপুরে কয়রা উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৩০০০ লিটারের পানির ট্যাংক ১০০ পরিবারের মাঝে ও ১০০ পরিবারের মাঝে হাইজিন কিট বক্স বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল সাহার সভাপতিত্বে জলাধার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদাৎ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা প্রশান্ত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুবলীগ নেতা আছাফুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।