bangla news

সিরাজগঞ্জে আক্রান্ত ওসির তিন মেয়ের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৬ ৩:২১:৩২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: করোনা আক্রান্ত সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদার তিন মেয়ের শরীরেও এ ভাইরাস শনাক্ত হয়েছে। 

এছাড়া সলঙ্গা থানার দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবল ও একজন নারী কনস্টেবলের স্বামীও আক্রান্ত হয়েছেন। 

শনিবার (০৬ মে) দুপুরে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির। 

তিনি বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর শনিবার ৯৩ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ। 

নতুন আক্রান্তরা হলেন, সলঙ্গা থানার ওসি তাজুল হুদার তিন মেয়ে, একই থানার দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবল, একজন নারী কনস্টেবলের স্বামী। এর আগে গত ৪ জুন সলঙ্গা থানার ওসি ও একজন উপ-পরিদর্শকের শরীরে করোনা শনাক্ত হয়।  

তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছে ৩২ জন। এ পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ মোট ১৪ জন সুস্থ হয়েছেন। তবে নতুন করে কেউ সুস্থ হননি। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৯৩৫ নমুনা রিপোর্ট এসেছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘন্টা, জুন ০৬, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সিরাজগঞ্জ করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-06 15:21:32