ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ৬, ২০২০
আশুলিয়ায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

সাভার (ঢাকা): পারিবারিক কলহের জেরে সাভারের আশুলিয়ায় মোমিনুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রী কাশমিরাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) টু্ম্পা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

এর আগে সকাল ৭টার দিকে আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

 

মোমিনুল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চন্দ্ররিয়া গ্রামের আমির আলীর ছেলে। এবং তার স্ত্রী কাশমিরার বাড়ি পিরোজপুর জেলার বোচাগঞ্জ থানার ছেনিহারা গ্রামে। তারা আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।  

এসআই টুম্পা জানান, সকালে ওই এলাকায় হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী কাশমিরাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোমিনুলকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় গভীর ক্ষত রয়েছে।  

ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানী ঢাকার একটি হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই টুম্পা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad