ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনায় মারা গেলেন চিকিৎসকের স্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুন ৬, ২০২০
সিলেটে করোনায় মারা গেলেন চিকিৎসকের স্ত্রী .

সিলেট: এবার করোনায় মারা গেলেন সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী ফাতেমা বেগম (৬০)।
 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেটের নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তার শরীরে আর কোনো সমস্যা ছিল না।

 

তিনি বলেন, দুইদিন আগে করোনা আক্রান্ত হয়ে ডা. মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী তাদের হাসপাতালে ভর্তি হন। কিন্তু শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয় এবং শনিবার সকাল সাড়ে ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘন্টা, জুন ০৬, ২০২০
এনইউ/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।